গত ২৯/০৮/২০১৪ খ্রিঃ তারিখে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ কবির উদ্দীন ভ্রাম্যমান আদালতে ‘আলোক’ নামক এনজিও এর ০৩ (তিন) কর্মকর্তাকে প্রতারণামূলকভাবে জনসাধাণের নিকট হতে অর্থ আত্মসাৎ ও প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করার প্রতিশ্রুতি দিয়ে ভংগ করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৪ ও ৪৫ ধারার অপরাধে ১নং আসামীকে ০২(দুই) বছরের বিনাশ্রম কারাদন্ড এবং অপর দু’জন আসামীর প্রত্যেককে ঐ একই আইন ও ধারায় ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।দণ্ড প্রাপ্ত আসামীরা হলেন : (১) আ ত ম মঞ্জুর কাদের (৬০), পিং- মোঃ গোলাম সাত্তার, সাং- দৌলতপুর, দৌলতপুর, খুলনা, (২) মোঃ আঃ বারী (৩১), পিং- মোঃ হারেজ আলী সরদার, সাং- হাতবাশ, উপজেলা-তালা, জেলা-সাতক্ষীরা এবং (৩) মোঃ মোজাম্মেল হক, পিং- মৃত মোঃ আশরাফ হোসেন, সাং-কানাইদিয়া, উপজেলা-তালা, জেলা-সাতক্ষীরা। ভ্রাম্যমান আদালত তল্লাশী চালিয়ে কিছু রোজিঃপত্র , নথি, ঔষধ ও নগদ টাকা উদ্ধারপূর্বক জব্দ করেন।ভ্রাম্যমান আদালত সর্বমোট ১,২২,০০০টাকা উদ্ধার করে ক্ষতিগ্রস্থ ৬১ জন ব্যক্তির নিকট বিতরনের ৩(তিন) সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে উপজেলা সমাজসেবা অফিসার আহবায়ক এর্বং উপজেলা সমবায় অফিসার ও মোঃ জালাল উদ্দীন,এস আই পাইকগাছা থানাকে সদস্য ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS