পাইকগাছা উপজেলা প্রশাসনের পটভূমিঃ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়টি স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের আওতাধীন একটি অফিস। গত ২২/০৪/১৮৭২ খৃঃ তারিখে পাইকগাছা থানা স্থাপিত হয়। ১৯৮২ সালে মান উন্নিত থানা এবং ১৯৮৫ সালে উপজেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়। পৃথিবী বিখ্যাত ম্যানগ্রোভ বন সুন্দরবোন এর সন্নিকটে পাইকগাছা উপজেলা অবস্থিত। খুলনা জেলা সদর থেকে এর দূনত্ব প্রায় ৬৫ কিঃমিঃ। পাইকগাছা পৌরসভা "খ" শ্রেনী ভূক্ত। এর মোট জনসংখ্যা- ২,৪৭,৯৮৩ জন (২০১ ১ সালের আদম শুসারী অনুযায়ী) এই উপজেলার মোট আয়তন-৩৮৩.২৭ বর্গ কিলোমিটার।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS