খুলনা জেলা থেকে পাইকগাছা উপজেলা পরিষদে আসার মাত্র একটি প্রধান সড়ক যেটি খুলনা হয়ে চুকনগর হয়ে আঠারোমাইল হয়ে তালা হয়ে কপিলমুনি হয়ে পাইকগাছা উপজেলায় এসে মিশেছে। অত্র উপজেলার একপাশে বটিয়াঘাটা, একপাশে কয়রা একপাশে সাতক্ষীরার তালা উপজেলা অবস্থিত। যোগাযোগের মাধ্যম হচ্ছে বাস, মটর সাইকেল, ভ্যান, ট্রলার ইত্যাদি। খুলনা থেকে বাস যোগে সরাসরি পাইকগাছা জিরো পয়েন্ট পর্যন্ত আস্তে হবে। সেখান থেকে ভ্যান যোগে উপজেলা পরিষদে আসতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস