১। সংস্থাপন শাখা
কাজঃ অফিস আদেশ, সরকারী কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ বদলী, ছুটি, এবং সরকারী গৃরুত্বপূর্ণ নির্দেশাবলী প্রতিপালন।
২। গোপনীয় শাখা
কাজ: সাপ্তাহীক, পাক্ষিক, মাসিক ত্রৈমাসিক এবং এলাকার রাজনৈতিক বিষয়য়ে গোপনিয় প্রতিবেদন উদ্ধতন কর্তিপক্ষের নিকট প্রেরণ। এবং এসংক্রান্ত সারকারী নির্দেশাবলী প্রতিপালন।
৩। হিসাব শাখা
কাজ: কর্মকর্ত কর্মচারীদের বেতন ভাতা ভ্রমন ভাতা সহ বিভিন্ন বিল প্রস্তুত উত্তলন ও বিতরণ।
৪। সার্টিফিকেট শাখা
কাজ: সরকারী পাওনা সংক্রান্ত সার্টিফিকেট মামলা পিরচালনা এবং সরকারী পাওনা আদায়।
৫. সায়রাত শাখাঃ
কাজঃ হাট বাজার ইজারা প্রদান,জল মহাল ইজারা প্রদান এবং খেয়া ঘাট ইজারা প্রদান সংক্রান্ত কাজ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস