উপজেলা পাইকগাছার কপিলমুনিতে এটি অবস্থিত।
উপজেলা হতে প্রায় ১৫ কিঃমিঃ দুরে বিখ্যাত বাজার কপিলমুনিতে এটি অবস্থিত।বাস, ভ্যান, ইজিবাইক এবং মোটর সাইকেলযোগে যেতে পারবেন।
0
বিস্তারিত :রায়সাহেব বিনোদ বিহারী সাধু ১২৯৬ বঙ্গাব্দের ২৬ বৈশাখ শুক্লাষ্টমী তিথিতে জম্নগ্রহন করেন।তিনি বিনোদ ভবনে বড় হয়ে ওঠেন পিতা - যাদব চন্দ্র সাধু,মাতা- সহচরী দেবী কোলে । কপিলমুনি মহাভারতের মুনি কপিলের নামে নামকরণকৃত একটি ছোট জনপদ। তিনি ছোট বেলায় পিতাকে হারিয়ে তিনি পড়ালেখা ছেড়েছিলেন মাত্র ৬ষ্ঠ শ্রেণী থেকে। পিতৃদত্ত ব্যবসায়িক জ্ঞান ও স্যার পি সি রায় এর পরামর্শে তিনি ব্যবসা আরম্ভ করেন। তিনি কলকাতায় খাটি সরিষার তেল এর মিল স্থাপন করেন। সেখান থেকে তিনি প্রতিষ্ঠিত হন। এবং বর্তমান কপিলমুনিতে অবস্থিত এই বাড়িতে তিনি জীবন অতিবাহিত করেন। বাড়িটি স্থাপিত বাং-১৩২২ সন / ইং ১৯১৬ সাল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস