উপজেলা পাইকগাছার কপিলমুনিতে এটি অবস্থিত।
উপজেলা হতে প্রায় ১৫ কিঃমিঃ দুরে বিখ্যাত বাজার কপিলমুনিতে এটি অবস্থিত।বাস, ভ্যান, ইজিবাইক এবং মোটর সাইকেলযোগে যেতে পারবেন।
0
বিস্তারিত: কপিলমুনির কেন্দ্রস্থলে পীর জাফর আউলিয়ার মাজার অবস্থিত।এই মাজারে প্রতিদিন শতশত লোকের সমাবেশ হয়। বিভিন্ন ধর্মের লোক এখানে মিলিত হয়। এই মাজারের অন্যনাম ফকির বাসা কারণ জাফর আউলিয়ার আগমনের পরে অনেক শিষ্য সামন্ত প্রবল আকারে জুটে যায়। ওনার এক বিশেষ শিষ্যকেপিলমুনির অদুরেই রেজাকপুর গ্রামে বরবাস করতেন।সেখান খেকে তাঁর বংশধররা পরম্পরায় আজও এই য়কিরের চেলা হন এবং তারাই এখানের এই মাজারের উপস্বত্তভোগী। কালের বিবর্তনে এই মাজারের অনেক পরিবর্তন হয়েছে। সাবেক স্পীকার শেখ রাজ্জাক আলী এই মাজরের প্রথম সংস্কারক। এর পরে উপজেলা পরিষদের বিশেষ অনুদানের মাধ্যমে মাজারটির শ্রীবৃদ্ধি করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস