বিস্তারিতঃদক্ষিণ বাংলার একমাত্র মৎস্য গবেষনা ইনস্টিটিউট পাইকগাছায় অবস্থিত। এর অপর নাম পাইকগাছা লোনা পানি কেন্দ্র। এটাকে আবার মিনি পর্যটন কেন্দ্র বললেও অত্তুক্তি হয়না। নয়না ভিরাম পরিবেশে ৮৬ একর এলাকা যুড়ে বিস্তৃত এই প্রতিষ্ঠান। বাংলাদেশের অনেক পিকনিক স্পটের চেয়ে কোন অংশে কম নয় এর বৈচিত্র। এখানে আপনি যতক্ষণ থাকবেন যাদুর ছোয়ার মত আবেগাচ্ছন্ন হয়ে থাকবেন। এখানকার নির্মল বাতাস আপনাকে উতলা করে তুলবে। কর্মব্যাস্ত জীবনে একটু শান্তির পরষ পাওয়া যায় এখানে এসে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস